ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট: আগস্ট ৫, ২০২৩
0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধান ক্ষেতে পানি দেওয়ার জন‍্য সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে শাহাদুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হকের পুত্র।

এলাকাবাসি ও পরিবার সূত্রে জানাগেছে, শনিবার (৫ আগষ্ট) সকালের দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন‍্য সেচ পাম্পের সুইচ দিতে যায় শাহাদুল। এসময় সে একাধিকবার চেষ্টা করেও বৈদ‍্যুতিক মটরে পানি না ওঠায় অবশেষে সুইচ বোর্ড খুলেন। কিন্তু মেইন সুইচ অফ না করে পুনরায় সুইচ এর তার লাগাতে গেলে বিদ‍্যুতের শক লেগে ছিটকে গিয়ে পাশের পুকুরে পড়ে যান।

বাড়ির লোকজন এসে পুকুর থেকে শাহাদুলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে পুলিশকে বিষয়টি জানিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
##
০৫.০৮.২০২৩