ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

আপডেট: জুলাই ১৪, ২০২২
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ‍্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।
কর্মশালায় মাদকের কুফল তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু জাফর। এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ওসি আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা সহ উপজেলার দশ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস‍্যগণ।
মাদক নিয়ন্ত্রণে কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন দলে ভাগ করে তাদের লিখিত সুপারিশ গ্রহণ করা হয়। কর্মশালায় বক্তারা মাদকের বিরুদ্ধে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে অতিথিবৃন্দ ভূরুঙ্গামারী অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
####
আমিনুর রহমান বাবু
০১৭১৬২৫৬৫৩২
১৪/৭/২২