ভূরুঙ্গামারীতে হিরোইনসহ এক কিশোরী আটক

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২
0
file photo

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিরোইনসহ রোমানা আক্তার রুশি (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতির রাতে পুলিশ অভিযান চালিয়ে ৬ (ছয়) গ্রাম হিরোইন সহ তাকে আটক করা হয়।আটক কিশোরী উপজেলার সদর ইউনিয়ের মানিককাজি গ্রামের রিয়াজুল হকের মেয়ে।

পুলিশ জানিয়েছে,বৃহস্পতিবার (০৮ আগষ্ট) রাতে পুলিশ গোপনে সংবাদ পেয়ে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি গ্রামের মাদক ব‍্যাবসায়ী রিয়াজুল হকের বাড়িতে অভিযান চালায়। এসময় রিয়াজুল ও তার স্তী পালিয়ে গেলেও কন‍্যা রোমানা আক্তার রুপিকে আটক করে পুলিশ।তার স্বীকারোক্তি মোতাবেক ঘরে লুকায়িত থাকা ৬ (ছয়) গ্রাম হিরোইন উদ্ধার করে ।

পরে পুলিশ ভূরুঙ্গামারী থানায় রোমানা আক্তার রুশি (২০) তার পিতা রিয়াজুল ইসলাম (৪৫) স্ত্রী সালেহা বেগম (৩৮) কে আসামী করে একটি মামলা দায়ের করেছে। যার নম্বর ১২ তারিখ ০৯/০৯/২২।
পুলিশের দাবি রিয়াজুল উপজেলার সবচেয়ে বড় হিরোইন ব‍্যাবসায়ী। তার হাত দিয়েই হিরোইনের বড় চালান আসে।তার পুরো পরিবার দীর্ঘদিন থেকে এই হিরোইন ব‍্যাবসার সাথে জড়িত।

স্হানীয়রা জানায়, রিয়াজুলের মেয়ে রোমানা আটকের মধ‍্য দিয়ে এই এলাকার মানুষ মাদকের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন হিরোইনসহ এক নারীকে আটকের সত‍্যতা নিশ্চিত করে বলেন যেহেতু ওই বাড়ির মালিক একজন বড় হিরোইন ব‍্যাবসায়ী। তাই তার স্ত্রী ও মেয়েসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করে আটক নারীকে জেলহাজতে পাঠানো হয়েছে।বাকী দুইজনকেও আটকের চেষ্টা চলছে।
###
০৯/০৯/২২