ভূরুঙ্গামারীতে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল ধবংস

আপডেট: জুলাই ২৭, ২০২২
0

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১লাখ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান নিষিদ্ধ ড্রাগন (চায়না) ও কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম‍্যমান আদালত। এসময় একজনকে ৫শ টাকা জরিমানাও করা হয়।

জানাগেছে, মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার পাইকের ছড়া ইউনিয়নে দুধকুমর নদে অভিযান চালিয়ে প্রায় ৭৬৭ মিটার ড্রাগন জাল ও ১ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে। উদ্ধারকৃত জালের মূল‍্য প্রায় ১লক্ষ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

এসময় কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরায় এক জনকে ৫শ টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা চত্বরে জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) আদম মালিক চৌধুরী ও ক্ষেত্রসহকারি আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী (চ:দা:) বলেন এই ধরনের অভিযান জনস্বার্থে অব‍্যাহত থাকবে।
##
২৭.০৭.২২