ভূরুঙ্গামারীর বাকি তিন ইউপির ভোট ৩১ জানুয়ারি

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাকি থাকা ভূরুঙ্গামারী সদর,শিলখুড়ি ও পাথরডুবি এই তিন ইউনিয়নের তফশীল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।শনিবার(১৮ ডিসেম্বর ) বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইসি সচিব হুমায়ুন কবির এই তফশীল ঘোষনা করেন।
উল্লেখ্য উপজেলার দশটি ইউনিয়নের মধ‍্যে সাতটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১১ নভেম্বর। এই তিন ইউনিয়নে ছিটমহল জনিত সমস‍্যার কারনে ২০১৬ সালে ৩১ অক্টোবর তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে বিধি অনুযায়ী মেয়াদ উত্তীর্ন হওয়ার পর আজ শনিবার (১৮ ডিসেম্বর) এই উপজেলার বাকি থাকা তিন ইউনিয়নসহ ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়নের নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। যাচাই-বাছাই ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদবদ ১৪ জানুয়ারি। আর ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান এর সত‍্যতা নিশ্চিত করেছেন।
###
আমিনুর রহমান বাবু