ভয় -শঙ্কা মহামারীতেও ফের পুরনো রূপে ফিরো এলো রাজধানী

আপডেট: জুলাই ১৫, ২০২১
0

টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চালু হয়েছে।
এ ছাড়া শপিংমল ও দোকানপাট খুলেছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর বিভিন্ন রুটে বাস চলতে দেখা গেছে।

রাজধানীতে সকালে বিভিন্ন জায়গায় অফিসগামীদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। রাস্তাগুলোতে ছিলো তীব্র যানজট।
বিভিন্ন দোকানপাট খুলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খোলা হয় শপিংমলগুলোও।

আজ ভোর থেকেই রাজধানীর বিভিন্ন রুটে ছোট-বড় বাস, সিএনজিচালিত অটো রিকশা, ভাড়ায়চালিত মোটরসাইকেল, টেম্পুসহ বিভিন্ন পরিবহনের যাত্রী চলাচল শুরু হয়। ভোর বেলায় পরিবহন ও যাত্রী সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গণপরিবহনসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপও চোখে পড়ার মতো। ঈদের আগে বাড়তি চাপ এড়াতে ঢাকা ছাড়ছেন অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে একটি আসন ফাঁকা রেখে যাত্রী বসানো হলেও পরিবহন কোম্পানির পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার না দেওয়ার অভিযোগ করেন অনেকেই। সময় গড়ালে সামনের দিনগুলোতে আরও যাত্রী বাড়াবে বলে আশাবাদ পরিবহন কোম্পানিগুলোর।