মহেশখালীতে সিএনজির ধাক্কায় ৬০ বছরের বৃদ্ধা নিহত

আপডেট: জুলাই ২০, ২০২১
0

মোহাম্মদ শাহাবউদ্দীন, মহেশখালী ২০ জুলাই:
পাহাড়ি দ্বীপ মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া সড়কে দ্রুতগামী সিএনজি অটোরিক্সার ধাক্কায় লায়লা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে।

জানা যায়, সে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত বশির আহমদের স্ত্রী। তাঁর ১ ছেলে ৪ মেয়ে।

সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় কালারমারছড়া থেকে বদরখালীর দিকে আসা দ্রুতগামী দুইটি সিএনজি অটোরিক্সা ওভারটেক করতে গিয়ে সড়কের পশ্চিম পাশে লায়লা বেগমকে সজোরে ধাক্কা দিয়ে ড্রাইভার পালিয়ে যায়। পালিয়ে যাওয়ায় তৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি। মাথায় প্রচন্ড আঘাত হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। সিএনজি দুটি স্থানীয়রা জব্দ করে রাখে।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওঃ আবুল কাসেম রাত ১১ টায় এ রিপোর্ট লিখার সময় সিএনজির ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অদক্ষ ড্রাইভার দিয়ে বেপরোয়া গাড়ি চালানোর কারণে এরকম দুর্ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত। তাঁরা মহেশখালী উপজেলা প্রশাসনের কাছে অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জোর দাবি জানান।

তাঁর মৃত্যুতে মাইজপাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া।