মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে পারাপারকালে বিজিবির হাতে আটক ১৫

আপডেট: আগস্ট ২১, ২০২১
0

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় মহেশপুর ৫৮ বিজিবির হাতে নারী ও শিশুসহ ১৫ জন আটক হয়েছেন। শুক্রবার মহেশপুর উপজেলার একাশিপাড়া, গোপালপুর ও জুলুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। আটককৃতরা হলেন মাদারীপুর জেলার কালকিনী থানার শশিকর গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী মনিকা রায় (৩৫) ছেলে সৈকত রায় (১৬), গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানার গোপালপুর গ্রামের বুদ্ধিমন্ত মন্ডলের ছেলে গৌরঙ্গ মন্ডল (২১), সুশান্ত বৈরাগীর ছেলে সৌরভ বৈরাগী (২২) একই উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের নকুল রায়ের মেয়ে প্রিয়াংগা রায় (১৭), নড়াইল জেলার সদর থানার বাগডাংগা গ্রামের মোঃ বাকি মোল্লার ছেলে মোঃ মিলন মোল্লা (২৪), মোঃ মিলন মোল্লার স্ত্রী মোছাঃ বন্যা আক্তার (১৯), একই গ্রামের মোঃ আলম মোল্লার ছেলে মোঃ আকাশ মোল্লা (২৬), মোঃ আকাশ মোল্লার স্ত্রী মোছাঃ জেবুন্নেছা খানম (২৪) ইমারত মোল্লার মেয়ে পান্না খানম (২৫), কালিয়া থানার দাড়িয়াঘাটা গ্রামের মোঃ লেকবার শেখের ছেলে মোঃ ইছানুর শেখ (২৮) শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার চরধিপুর গ্রামের আলীবক্স সরদার এর ছেলে ফয়সাল সরদার (২৬), নড়াইল জেলার সদর থানার বীর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাস (৪০), আগদিয়া গ্রামের বিজন অধিকারী এর ছেলে টিংকু অধিকারী (২৩) এবং যশোর জেলার কোতয়ালী থানার বাগডাংগা গ্রামের মৃত বিভাশ বিশ্বাস এর ছেলে বিন্দাবন বিশ্বাস (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
প্রেস রিলিজ