মাঝ মেঘনায় ফেরীতে আগুন

আপডেট: এপ্রিল ৮, ২০২১
0
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:
মেঘনা নদীতে ফেরীতে আগুনের ঘটনায় অন্তত ৯ টি গাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। ফেরীর লোকজন নিরাপদে সরে যেতে পারলেও গাড়ীগুলো রক্ষা করা যায়নি। ফায়ার সার্ভিস সদস্যরা ২ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
ঘটনাটি ঘটেছে আজ ভোর ৪ টার দিকে ভোলার মেঘনা নদীতে ইলিশা-লক্ষ্মীপুরের একটি ফেরীতে।

ফরীটি ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে পৌছা মাত্র এ আগুন লাগে।

ইলিশা ফেরিঘাটের নৌ-পুলিশ ইনচার্জ সুজন চন্দ্র পাল সাংবাদিকদের জানান, বুধবার রাত ২টায় কলমিলতা ফেরিটি লক্ষীপুরের মজু চৌধুরির হাট থেকে ভোলার ইলিশার উদ্দেশে ছেড়ে আসে। রাত আনুমানিক ৪টার দিকে মেঘনার মাঝে ফেরিতে থাকা একটি পিকআপে আগুন লাগে। আগুন আশপাশের গাড়ীগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে মোট ৯ টি গাড়ী পুড়ে যায়। ফেরীর লোকজন নৌকা ও অন্য ফেরীতে করে নিরাপদে সরে যায়। খবর পেয়ে অন্য একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।