মামুনুল হক গ্রেফতার হননি

আপডেট: এপ্রিল ৮, ২০২১
0
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক:
হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার হননি। আজ বৃহষ্পতিবার হেফাজত ইসলামের মিডিয়া মুখপাত্র ইনামুল হাসান ফারুকী একথা বলেছেন।

রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গ্রেফতার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে অনেক গণমাধ্যমও এ বিষয়ে নিউজ প্রকাশ করে। তারা মামুনুল হকের গ্রেফতারের বিষয়টি উল্লেখ করলেও তাকে কোথায় নেয়া হয়েছে তা উল্লেখ করেনি। এমনকি, গ্রেফতারকারী সংস্থারও কোন বক্তব্য নেই ওই নিউজে।

এ বিষয়ে আজ সকাল ১০ টার দিকে হেফাজতের মিডিয়া মুখপাত্র ইনামুল হাসান ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাওলানা মামুনুল হক গ্রেফতার হননি। রাতেও তার সাথে কথা হয়েছে।

গত মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ওপর হামলা ও রিসোর্টে ভাংচুরের অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে।