মাটিরাঙ্গায় ১২৫পিস ইয়াবাসহ নিরাপত্তাবাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আটক মো: সোলায়মান বাদশা (৩৫) নামের এক যুবলীগ নেতাকে ১২৫পিস ইয়াবাসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকার মৃত আবদুল মজিদ লিডারের ছেলে ও মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের নেতা।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিরাপত্তা বাহিনী সুত্রে জানায়, দীর্ঘদিন ধরে মো. সোলায়মান বাদশা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে গোপন তথ্যের ভিত্তিতে নবীনগর এলাকায় অভিযান চালায় ১২৫পিস ইয়াবাসহ নিরাপত্তাবাহিনী আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক সোলায়মান বাদশাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়ালিদ মমোহাম্মদ সাইফুল্যাহ বলেন, অবৈধ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়তই দেশের যুব সমাজকে ধ্বংস চলেছে। এসকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তাদের ছাড় দেওয়া হবে না। দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হবে বলে তিনি জানান।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি