মুফতীয়ে আযমের ইন্তেকালে হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শোক

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১
0

উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী।

একই সাথে মরহুমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মুফতীযে আযম আব্দুস সালাম চাটগামী রহ. এর ইন্তেকালে আহলে ইলমদের কাতারে এক বিশাল শূন্যতা ও বেদনা সৃষ্টি হলো। তিনি ছিলেন একজন মুহাক্কিক ও প্রথিতযশা আলেমেদীন। উপমহাদেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য আলেমদের মধ্যে অন্যতম বুজুর্গ আলেম। তার হাজার হাজার ছাত্র ও ভক্ত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে।

তিনি শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানেরও প্রধান মুফতী ছিলেন। তার ইন্তেকালে দেশবাসী একজন দীনের মহান বুজুর্গ এবং ইলেমদার আলেমেদীনকে হারালো। যার অভাব কোনদিন পুরন হবে না।