‌`যেদিন প্রলয় হয়ে আসব’

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩
0

ডা .জাকারিয়া চৌধুরী :

আমি পালাতে চাইছি,
খুব নীরবে পালনো, সংগোপনে যাকে বলে !
কেউ যেন কিচ্ছুটি টের না পায় সেজন্য বুদ্ধি খাটিয়েছি,
আমি কারো সাথে দেনাপাওনা,
লাভ লোকসান ক্ষয় ক্ষতির সম্পর্কে নেই থেকে পালাব।
সমাজ এ চিন্তার খোরাক পবে না।

এ পালানোয় কেউ ব্যাক্তিগতভাবে বড় ধাক্কা খাবে,
কেউ ‘বেচে গেছি’ ভেবে নিরবে হেসে যাবে।
আমি খুব সাবধানে পালিয়ে যাচ্ছি,
আসলেই যাচ্ছি কিন্তু, ধীরলয়ে পালাচ্ছি।
সব মায়া সব বন্ধন ছেড়ে যাচ্ছি,
কেউ কিচ্ছুটার কোন ফারাক টের পাবেনা,
কেউ আমার অভাব খুজবে না !!

এইতো !! তাইতো !!! বলে সামাজিকরা সারবে,
সারুক, ওরা আমাকে ভুলে যাক।
যেদিন ফিরে আসব ? যদি আসি আবার ফিরে
যদি কখনো ঘটে, কখনো এই গোমতীর তীরে,
জানিবি নারে!! কখনও কেউ পাবিনা রে!!
আজ যেসব স্বত্ত্বার মায়া ত্যাগ করে গেলাম,
সেসবেরই একটা একটা গাছ আমি প্রকাশ্যে নিয়ে গেলাম,
ভেবে রাখ: দেখে রাখ !!

যেদিন প্রলয় হয়ে আসব,
যেদিন দুর্নিবার ঘুর্নিবার ঘুর্নী হয়ে ফিরে আসব,
পেলে পুষে,বড় করা সব শুকর, শুকরের দল সহ,
সব উড়ায়ে নিয়ে যাব, সেটুকুই কেবল কল্পনা করিস,
আমি দলবল সহ বিলিনের শক্তি নিয়ে ফিরব,
আমি ফিরে আসব, আমি আবার ফিরে আসব
আমি শপথ করে বলছি,
আমি ফিরে আসব,
আমি চুপ থেকে থেকে
কথা না বলা অভ্যাস করেছি

আমি জাতিস্মর হয়ে গেছি,
জাতিস্মর হয়ে অতীত দেখে দেখে বার বার বলছি,
আমি কালি হয়ে ফিরে আসব,
যমরাজ আজরাইল নেশাগ্রস্ত খুনী হয়ে ফিরে আসব,
আমি তোদের সাত পুরুষের জন্য ঝড় হব। আরও বলব ?
খুব ছোট করে বলি !! কেমন ?
আমি ফিরে আসব, আমি ফিরে আসব।

তোদের চুড়ান্ত অপ্রস্তুতির দিনে
আমি চৈত্রের অস্বাভাবিক লু হাওয়া হব,
পুড়িয়ে ছাই করে দিয়ে যাব যত
আছে শন আর কাশ ফুলের বাগান শত শত!!
অপেক্ষায় থেকে যাব শত সহস্র বছর,
আমি নুহ্য হব না, আমি নালিশ হব না,
হয়তো জল্লাদের মত ফিরে আসব,
রাতের অন্ধকার চিড়ে,

শেষ রাতের ঘন্টিটাকে দু’হাত দিয়ে মুচড়ে,
অচল অসার করে, নি:শব্দে অপেক্ষায় থাকব;
চিলের মত ঠিক চিলের মত হয়তো নারকেলে ডালে,
ছায়া পড়েনা এমন কোনো চালে

অথবা খোদ তোদের দুয়ারে গিয়ে দাড়াব।
আজ থেকে চিল হয়ে বসে থাকব।
আকাশে উড়ে উড়ে নজর রাখব,
আমি রাম কিংবা রাবন কিছু একটা হয়েই ফিরে আসব।

কবি: চিকিৎসক,রাজনৈতিক, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব