রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণার ঠিক আগে বাকিংহাম প্রাসাদে ডবল রংধনু দেখা যায়

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২
0

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণার ঠিক আগে বাকিংহাম প্রাসাদে ডবল রংধনু দেখা যায় । রানী দ্বিতীয় এলিজাবেথ গুরুতর অসুস্থ হওয়ার খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি-ভেজা লন্ডনে বাকিংহাম প্যালেসের সামনে মানুষের ভিড় জমতে শুরু করে। এ সময় মেঘ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়, শুধু তাই নয় বাকিংহাম প্রাসাদের উপরে ডাবল রংধনু দেখা যায়।

বিবৃতিতে বলা হয়েছে, “রানী আজ বিকেলে বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা যান।” “বাদশাহ এবং রানী কনসোর্ট আজ সন্ধ্যায় বালমোরালে থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরে আসবেন।”

ইয়াহু নিউজের সম্পাদক এড হর্নিক, যিনি লন্ডনে অবকাশ যাপন করছিলেন, সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পরেই রংধনুর একটি ছবি তুলেছিলেন। লন্ডনের সময় তিনি টুইটারে পোস্ট করেছেন।

জনসাধারণের কাছে রাণীর মৃত্যুর ঘোষণা সন্ধ্যা সাড়ে ৬ টায় এসেছিল,কিন্তু এলিজাবেথ আসলে দিনের আগেই মারা গিয়েছিলেন; স্কাই নিউজের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিকেল সাড়ে ৪টায় জানানো হয়।