রূপগঞ্জ ট্র্যাজেডি : মামলা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ

আপডেট: জুলাই ১৫, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাসেম ফুড কারখানার ভয়াবহ আগুনে পুঁড়ে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের দায়ের করা মামলাটি অধিক তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পুলিশ হেডকোয়াটার্স থেকে এ আদেশ এসেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এ ব্যাপারে পুলিশ সুপার জায়েদুল আলম আরো জানান, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এ কারণে নিবিড়ভাবে অধিক তদন্তের জন্য পুলিশ হেডকোয়াটার্স থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশনা এসেছে।
সেই নির্দেশনা অনুযায়ী মামলাটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জেলা পুলিশের তদন্ত কর্মকর্তা মামলাটির নথিপত্র ও জব্দকৃত আলামতসহ সবকিছু সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন। শুক্রবারের (১৬ জুলাই) এর মধ্যে এসব সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন জেলা পুলিশ সুপার।