রূপগঞ্জ ট্র্যাজেডি : ১০ বিষয়ে গুরুত্ব দিয়ে সিআইডির তদন্ত শুরু করেছে : অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন

আপডেট: জুলাই ১৭, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় পুলিশের দায়ে করা মামলা সিআইডি পুলিশের কাছে হস্তান্তরের পর শনিবার (১৭ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ সিআইডির তদরন্ত টিম।

অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সিআইডি পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসন গনমাধ্যমকে জানিয়েছেন, আলামত, স্বাক্ষ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ন ১০টি বিষয়ে গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কাজ করবে সিআইডি পুলিশের তদন্ত টিম। তদন্তে যে কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে। এ মামলার তদন্ত দ্রুত শেষ করারর নির্শেনা রয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে এসে বেশ কয়েকটি তথ্য পেয়েছি এসব দিক নিয়ে তদন্ত দল কাজ শুরু করেছে। এ অগ্নিকান্ডে যেসব প্রতিষ্ঠান বা ব্যাক্তি দায়ি প্রমানিত হবে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা সিআইডি পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মামলার তদন্তকারী টিমের কর্মকর্তারা।
শনিবার দুপুরে প্রথমে হাসেম ফুড ভেবারেজ কারখানায় অগ্নিকান্ডের কারখানার ভবন পরিদর্শন করেন। পরে সিআইডি পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসন সাংবাদিকদের কাছে তাদের তদন্তের কাজের মূল বিষয়গুলি তুলে ধরেন।

গত ৮ জুলাই সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ হাসেম সহ ৮ আট আসামীকে গ্রেফতার করে চারদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আাদালতে হজির করলে ২ জনকে জামিন ও ৬ আাসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।