রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন এবং মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জাতীয় নারী জোটের

আপডেট: মে ১৯, ২০২১
0

জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা আজ মঙ্গলবার এক বিবৃতিতে গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন এবং মিথ্যা মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।

তিনি বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনা প্রমাণ করলো যে, করোনার মধ্যে স্বাস্থ্য খাতে দুর্নীতির ঘটনা আড়াল ও প্রমাণ লোপাট করতে লুটেরা ব্যবসায়ী-দুর্নীতিবাজ অফিসার-অসৎ রাজনীতিকদের সিন্ডিকেট এখনও স্বাস্থ্য মন্ত্রনালয়ে সক্রিয় আছে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের যে সকল কর্মকর্তা ও কর্মচারী জড়িত তাদের অবিলম্বে আইনের হাতে সোপর্দ করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান। তিনি একই সাথে স্বাস্থ্য খাতের ভয়ংকর দুর্নীতির সাথে যারাই যুক্ত থাকুক তাদের চিন্থিত করে বিচারের সম্মুখীন করার দাবি জানান।