লাগাতার অবস্থান কর্মসূচির ৪র্থ দিন : স্মার্ট বাংলাদেশ গড়তে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবী

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩
0

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের নেতৃত্বে গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। সমগ্র দেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারীর প্রতিনিধিবৃন্দ এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। অবস্থান কর্মসূচির ৪র্থ দিনে সারা দেশ থেকে কয়েক হাজার অংশগ্রহণকারী নতুন করে যোগ দিয়েছেন।

৪র্থ দিনে শিক্ষকদের বক্তব্যে উঠে এসেছে, শিক্ষা জাতির মেরুদন্ড হলে শিক্ষক হল শিক্ষার মেরুদন্ড তাই শিক্ষকদের অভূক্ত রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে হবে। এছাড়া দেশের সকল নাগরিকের শিক্ষার সমান অধিকার নিশ্চিত করতে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবী। শিক্ষকদের শেষ ভরসার আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক নেতারা এ দাবী জানান। শিক্ষক নেতারা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা করবেন। জোটের আহবায়ক অধ্যক্ষ মাইন উদ্দীন ও সদস্য সচিব জসিম উদ্দিন আহ্মদ বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আয় সরকারি কোষাগারে জমাকরণ পূর্বক নীতিমালার পরিবর্তন করলে অনায়াসেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা সম্ভব। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি খুব শিঘ্রই বিবেচনা করবেন।

আজ কর্মসূচির ৪র্থ দিনে অনেক শিক্ষক অসুস্থ্য হয়ে পড়েছিলেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসা নিচ্ছেন। সারা দিন শিক্ষক ও কর্মচারীগণ ধুলা, ময়লাযুক্ত রাস্তায় মানবেতর দিন কাটাচ্ছেন।

সারা দেশ থেকে আসা শিক্ষক ও শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজী, মোঃ রফিকুল ইসলাম, আবু রায়হান, জি,এম শাওন, ইমরান হোসেন ও আবুল বাশার, মোঃ শাহ আলম, মোঃ আমান উল্লাহ, আফজালুর রশিদ, জহিরুল ই সলাম, মতিউর রহমান দুলাল, মোহাম্মদ মিজানুর রহমান, আব্দুল জব্বার, বিপ্লব কান্তি দাস, মোস্তফা কামাল, মোঃ ফরিদ উদ্দিন, অরুপ সাহা, বেনী মাধব দেব নাথ, মামুনুর রশিদ, আবু তালেব শেখ, জসিম উদ্দিন শেখ, ফয়েজ আহমেদ, উপাধ্যক্ষ আব্দুর রহমান, মোঃ রাসেল, মোঃ আব্দুল হাই সিদ্দিকী, মোস্তফা কামাল, আশরাফুজ্জামান হানিফ, আবু ইউসুফ, রতন কুমার দেব নাথ, আবুল বাশার নাদিম, মোস্তাফিজুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ হারুন-অর-রশিদ, রবিউল ইসলাম, মোঃ আলী আহসান, শামসুল আরিফিন, মোঃ মনিরুল ইসলাম সহ প্রমূখ।