শহীদ জিয়ার ৪০তম শাহাদাৎবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

আপডেট: মে ২৫, ২০২১
0

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুণ:প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি ঃ-

১। ৩০ মে ভোর ৬টায় সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা
উত্তোলন।

২। ৩০ মে সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত।

৩। সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ।

৪। স্বাস্থ্য বিধি মেনে কোরআন খতম, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী/বস্ত্র বিতরণ।

৫। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আগামী ০১ জুন ২০২১ মঙ্গলবার সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা। প্রধান অতিথি-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৬। দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

৭। দিবসটি উপলক্ষে সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প।

সারাদেশে জেলা, মহানগর, উপজেলা/থানা ও পৌর ইউনিটের কর্মসূচি ঃ

১। ৩০ মে ভোর ৬টায় সংগঠনের সকল ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা
উত্তোলন।
২। সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ।

৩। কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া।

৪। স্বাস্থ্য বিধি মেনে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী/বস্ত্র বিতরণ।

৫। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।