শ্রীপুরে সীমানা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

আপডেট: অক্টোবর ৩১, ২০২১
0
ছবির ক্যাপশন ঃ গাজীপুর ঃ সড়কের পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল।

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশের সিমেন্টের তৈরী সীমানা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। রবিবার শ্রীপুর উপজেলার মাওনা-বরমী সড়কের সাতখামাইর (সোহাদিয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মিঠুন (১৭)। সে কাপাসিয়া উপজেলার চৌড়াপাড়া গ্রামের আবুল হারিছের ছেলে। শ্রীপুর থানার এসআই প্রদীপ কুমার সরকার এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, রবিবার সকাল ১০টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে মাওনা যাচ্ছিল মিঠুন। পথে মাওনা-বরমী সড়কের সাতখামাইরের সোহাদিয়া চেরাগ আলী মাজারের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের সিমেন্টের তৈরী খুঁটির (পিলার) সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মিঠুনের মৃত্যু হয়েছে।