সংকট উত্তরণের একমাত্র উপায় দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা—মো: খায়রুল হাসান

আপডেট: জুলাই ২৮, ২০২৩
0

গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে আটক- ৫


স্টাফ রিপোর্টার, গাজীপুর।।

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল হাসান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গভীর সংকটের আবর্তে নিমজ্জিত। এর প্রধান কারণ দেশে গণতান্ত্রিক ধারা
অব্যাহত না থাকা। জনগণের ভোটে সরকার নির্বাচিত না হাওয়ায় জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই।দেশে আইনের শাসন নেই, নেই ভোট এবং ভাতের অধিকার, নেই স্বাধীন ভাবে কথা বলার অধিকার।বিরুধী দল দমনে হাজার হাজার নেতা-কর্মীদের হামলা মামলা এবং বিনা বিচারে কারাগারে আটক করে রাখা হয়েছে বছরের পর বছর। প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে ক্রয়ক্ষমতা হারিয়ে জনগণ আজ দিশেহারা হয়ে পড়ছে ।এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত কেয়ারটেকার সরকারের অধীনে সবার অংশগ্রহণ মূলক নির্বাচন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান সহ নেতা-কর্মীদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবীতে শুক্রবার বাদ জুম্মাহ
অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হোসেন আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হক।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন,গাজীপুর জেলা সেক্রেটারি মোঃ সফি উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম,মো: সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি মো: মহিউদ্দিনসহ মহানগর জেলা এবং বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গাজীপুর চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে ঢাকা মুখী মার্চ করে চৌধুরী পাম্পের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে হাজার হাজার নেতা-কর্মী এবং সাধারণ জনগণের ব্যাপক উপস্থিত ছিল। তিনি আরো বলেন সরকার আবারো ২০১৪ এবং ২০১৮ সালের স্টাইলে আরেকটি প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে। জনগণের ভোটাধিকার হরণ এবং জালিয়াতির নির্বাচন দেশের মানুষ যেকোন মূল্যে প্রতিহত করবে।তিনি কালবিলম্ব না করে কেয়ারটেকার সরকারের অধীনে সবার অংশগ্রহণ মূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের গণদাবী মেনে নেওয়ার
জন্য সরকারের প্রতি আহবান জানান। এসময় শান্তিপূর্ণ মিছিল শেষে ফেরার পথে শাহনুর রহমান,মোমিনুল ইসলাম সিয়াম এবং আসাদুজ্জামান সহ অন্তঃত ৫ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতিতে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীন এবং সেক্রেটারি মোঃ খায়রুল এবং গাজীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম এবং সেক্রেটারি
মোঃ সফি উদ্দিন বলেন সরকার ভীতসন্ত্রস্ত হয়ে গ্রেফতার নির্যাতনের পথ বেছে নিয়েছে। অবিলম্বে আটককৃতদের মুক্তি দিতে হবে।
###