সভাপতি মুরাদ , সম্পাদক উজ্জ্বল গোলাপগঞ্জ বিএনপির কাউন্সিল সম্পন্ন

আপডেট: জানুয়ারি ১৯, ২০২২
0

গেলাপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ সভাপতি, কাউন্সিলার হেলালুজ্জামান হেলাল সিনিয়র সহসভাপতি পদে, মনিরুজ্জামান উজ্জল সাধারণ সম্পাদক ও আমিন উদ্দিন ১ম যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া আব্দুল জলিল সেলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারী) বিকেলে উপজেলার ইসলাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কাউন্সিলে উপজেলা ও ইউনিয়নের মোট ৫৫ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ীকে করেন।

জেলা বিএনপির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কাউন্সিলে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল গফুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জেলার সাবেক সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, সাবেক ছাত্রদল নেতা কুহিনুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, দেওয়ান মজিদ রাজা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ উস সামাদ চৌধুরী, রায়হান আহমদ ও আলী আহমদ আলম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, বিএনপি নেতা শিপু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ ও সুহেদুল ইসলাম সুহেদ।

কাউন্সিলে সভাপতি পদে নোমান উদ্দিন মুরাদ ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ২৩ ভোট। সিনিয়র সহসভাপতি পদে কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল ৩১ ভোটে বিজয়ী হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্ধি শামীম আহমদ ২৪ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে তুমুল প্রতিদ্বন্ধিতা সৃষ্টি করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদলের তিনবারের সভাপতি মনিরুজ্জামান উজ্জল ৩২ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ মামুন পেয়েছেন ২৩ ভোট। ১ম যুগ্ন সাধারণ সম্পাদক পদে আমিন উদ্দিন ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাহার নিকটতম প্রতিদন্ধি বদরুল ইসলাম ২৬ ভোট পান।

সাংগঠনিক পদের জন্য লড়াই করেন ২ জন প্রতিদ্বন্ধি । এদের মধ্যে হাজী আব্দুল জলিল সেলিম আহমদ ৩০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন। এছাড়া তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলাল আহমদ পেয়েছেন ১৪, এসএ রিপন ১১ ।

কাউন্সিল শেষে উপস্থিত সবার সামনে ভোট গণনা করেন জেলা বিএনপি নেতারা। পরে জেলা বিএনপির আহবায়ক ও অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুল হুদা জায়গীরদার নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

পরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিজয়ী ও বিজিত সবাই একসঙ্গে কাজ করতে হবে। তাই বিজয়ীরা বিজোয়ল্লাসে মাতোয়ারা না হয়ে বিজিতদের কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।