সমাজ বিনির্মাণে জামায়াতের জনকল্যাণমূলজ কার্যক্রম অব্যাহত থাকবে —- মো: খায়রুল হাসান

আপডেট: জুলাই ১১, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর।।
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি ও কালিগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ খায়রুল হাসান বলেছেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী পথহারা মানুষকে দ্বীনের দাওয়াত , নৈতিকতার বিকাশ,সমাজ সংস্কার, সমাজ সেবাসহ নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শত বাধা প্রতিকূলতার মাঝে ও জামায়াতের নানামুখী গঠনমূলক কার্যক্রম
আদর্শ সমাজ বিনির্মানে অব্যাহত থাকবে । মঙ্গলবার সকালে কালিগঞ্জ উপজেলার জাংগালিয়া এবং জামালপুর ইউনিয়নে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কালিগঞ্জ থানা আমীর মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ উল্লাহ, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল ইসলাম, বাহাদুরসাদি ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম,ইন্জিনিয়ার মো: রেজাউল ইসলাম, মোঃ মুন্জুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তবে আরো বলেন গাছ রোপণ করা ছাওয়াবের কাজ। কারণ গাছ আমাদের ফল ,ফুল ,ছায়া দেয়।গাছ থেকে প্রাপ্ত অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচে।সুতরাং বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। পরে তিনি মসজিদ এবং স্কুলের মাঠে এবং বাড়ির আঙ্গিনায় ফলজ,বনজ এবং ঔষধি গাছ রোপণ করেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
১১/০৭/২০২৩ ইং