সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও মুক্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট: মে ১৯, ২০২১
0

ভালুকা প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন পেশাদার সাংবাদিকবৃন্দ ও সূধীজনরা।


আজ বুধবার (১৯মে) দুপুরে জেলার ভালুকা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভালুকা উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ। ভালুকা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক একুশে টেলিভিশনে কর্মরত এস. এম জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সম্মানিত সদস্য নিউজনাউ টুয়েন্টিফোর ও দেশজনতা এর নিজস্ব প্রতিবেদক হুমায়ুন আহমেদ (সৃজন) সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

অপরদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতার এবং ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ বুধবার (১৯মে) সকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেছিলো সুজনের জেলা ও মহানগর কমিটি।