সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়নকরা এদেশকে সিকিমে পরিণত করার নীল নক্সা বাস্তবায়নের কাজ করছে —— হাসান সরকার

আপডেট: মে ৩১, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশের আপামর জনগণ তাদের বহু আখাঙ্খিত স্বাধীনতার যথার্থ সুফল যাতে ভোগ করতে পারেন সেজন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন।

জিয়াউর রহমানের হত্যাকান্ডের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনার যে চক্রান্ত শুরু হয়েছিল তা আজও অব্যাহত আছে। এ জাতি যাতে পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করতে না পারে সেজন্য সাম্রাজ্যবাদী শক্তির ক্রীড়নকরা বরাবরই ফ্যাসিবাদ-কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে স্বাধীনচেতা এজাতিকে ধমিয়ে রেখে এদেশকে সিকিমে পরিণত করার নীল নকলা বাস্তবায়নের কাজ করছে।

তিনি বলেন, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। শুধু সংখ্যাধিক্যে নয়; বরং ছাত্রদলকে গুণে-মানে গড়ে তুলতে হবে। কিন্তু আগামী প্রজন্মকে নেতৃত্বশূন্য করতে এ দেশের শিক্ষাঙ্গন ও ছাত্র রাজনীতি নিয়েও গভীর চক্রান্ত চলছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সোমবার স্থানীয় বড় দেওড়ায় আহাসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল কর্তৃক আয়োজিত ত্রাণবিতরণ, আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় হাসান সরকার এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদী, ড. শহীদুজ্জামান, মো. সিরাজুল ইসলাম, প্রফেসর নজরুল ইসলাম, সৈয়দ আক্তারুজ্জামান, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার।

টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সাজেদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ সুমন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন, ৫৩ নম্বর ওয়ার্ড সভাপতি আতাউর রহমান আতিক, ৫৫ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী জহিরুল ইসলাম, ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার মিয়া, মহানগর স্বেচ্ছাসেবকদলের সহসম্পাদক রাতুল ভূইয়া, ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর ছাত্রদল যুগ্ন সম্পাদক শুভ মিয়াজী, গাছা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম, আলী আহমেদ টুকু, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আহমেদ পার্থ, বিএনপি নেতা আমির হোসেন, বাবুল চৌধুরী, নজরুল ইসলাম মোড়ল, যুবদল নেতা ইউসুফ সরকার, ইব্রাহিম মোল্লা, স্বেচ্ছাসেবকদল নেতা সোহেল সিদ্দিকী, নাজমুল হাসান নাঈম, ছাত্রদল নেতা মো. রবিন, রফিকুল ইসলাম, ইমরান পাঠান, সিফাত সোহেল, শাহীন মেহেদী, জনি ইউসুফ, মোতালেব রিফাত, হৃদয় তানজিভ, অনি আরিফ, সজল ফরহাদ, মো. মিরাজ হোসেন প্রমুখ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।