সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে অবস্থান নেবে এডহক কমিটি

আপডেট: এপ্রিল ১১, ২০২৩
0

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের তলবি সভা গঠিত অন্তরবর্তীকালীন কমিটির (এডহক কমিটি) সভায় বক্তরা বলেছেন, আগামী ৩০ এপ্রিল সুপ্রীম কোর্ট অবকাশকালীন ছুটির পর সমিতির কার্যালয়ে অবস্থান নেবে এডহক কমিটি এবং সাধারণ আইনজীবীরা সর্বাত্মক সহযোগীতা করবেন।

মঙ্গলবার দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সোনালী ব্যাংক লিমিটেড, সুপ্রিম কোর্ট শাখার সামনে সমিতির এডহক কমিটি কর্মসূচিতে তারা এ কথা বলেন।

এডহক কমিটির সিনিয়র সদস্য তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে এবং এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন আইনজীবী আবেদ রাজা, সৈয়দ মামুন মাহবুব, ফিরোজ শাহ্, ড. রফিকুল ইসলাম মেহেদী, এস এম খালেকুজ্জামান, এম খালেদ আহমেদ, মির্জা আল মাহমুদ, ড. সামসুল আলম, এস এম জুলফিকার আলী জুনু, নাজমুল হাসান, হেমায়েত উদ্দিন বাদশাহ্, ওবায়দুল হাসান, সবুর দেওয়ান প্রমুখ।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমরা সোনালী ব্যাংক, সুপ্রিম কোর্ট শাখার ম্যানেজারকে চিঠি দিয়েছি। অবৈধ কারো নামে সমিতির অর্থ লেনদেন হলে তার দায়িত্ব ম্যানেজারকে নিতে হবে।’

শাহ আহমেদ বাদল বলেন, ‘এডহক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা ছাড়া অন্যকোনো ব্যক্তির স্বাক্ষরে সমিতির অর্থ উত্তলন করা যাবে না। এ জন্য আমরা সোনালী ব্যাংক লিমিডেট, সুপ্রিম কোর্ট শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি পালন না হলে আগামীতেও আমরা এই ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’

আইনজীবী আবেদ রাজা বলেন, সমিতির সাধারণ সদস্যদের তলবি সভা গঠিত এডহক কমিটিই সমিতির বৈধ কমিটি। এর বাইরে কোনো কমিটি নেই। সুপ্রিম কোর্টের আইনজীবীরা অন্যায়ের বিরুদ্ধে সর্বোদা সোচ্চার থাকবে।

আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘আগামী ৩০ এপ্রিল সুপ্রীম কোর্ট অবকাশকালীন ছুটির পর এডহক কমিটি বারের কার্যালয়ে অবস্থান নেবে এবং সাধারণ আইনজীবীরা সর্বাত্মক সহযোগীতা করবে। আগামী ১৪-১৫ জুন সুপ্রিম কোর্ট বারের সংবিধান মেনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’