সৈয়দপুরে ইয়াবাসহ যুবক আটক ৪ মাসের জেল, ৫শ’ টাকা জরিমানা

আপডেট: আগস্ট ৪, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। ৪ আগস্ট বুধবার সকাল ৯ টায় শহরের কাজীপাড়া মহিলা মাদরাসার নিকট থেকে আটক যুবকের নাম শরিফুল ইসলাম (৩৫)। সে ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রমিজ আলম। অন্যদের মধ্যে ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খবির আহমেদ, ভারপ্রাপ্ত পরিদর্শক মোঃ আশরাফুল হক, উপ পরিদর্শক জায়েদ আল জাফরী।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে শরিফুল ইসলামের বাড়ি তল্লাশি করে ৬ পিস ইয়াবা পাওয়া যায়। একারণে তাকে আটক করে উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। সেখানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম মাদক রাখার দায়ে শরিফুলকে ৪ মাসের কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আাবুল হাসনাত খান বলেন, দণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী শরিফুলকে দুপুরে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।