সৈয়দপুরে ৪৫ জন যাত্রীসহ ঢাকাগামী নৈশকোচ আটক

আপডেট: জুলাই ২৮, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে যাত্রী পরবিহনের দায়ে “জাকির ট্রাভেলস” নামে একটি নৈশ কোচকে আটক করেছে নীলফামারীর সৈয়দপুর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পরিবহনটি আটক করা হয়। কোচটিতে ঢাকাগামী নারী ও পুরুষসহ ৪৫জন যাত্রী ছিল।

সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশি জানান, সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে ঠাকুরগাঁও থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ‘জাকির ট্রাভেলস’ নামের নৈশ কোচটি ঢাকা যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস র্টামিনালে ট্রাফিক বিভাগের চেকপোস্টে পৌছালে কোচটিকে আটক করা হয়। কোচে ১২ জন নারীসহ উল্লেখিত সংখ্যক যাত্রী ছিল।

সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান জানান, আটক ঢাকা মেট্রো-ব-১৫-৬৮৫০ নম্বরের নৈশকোচটি ট্রাফিক বিভাগ সৈয়দপুর থানাকে হস্তান্তর করেছে এবং সড়ক পরিবহন আইনে (২০১৮) মামলা দায়ের করা হয়েছে।

শাহজাহান আলী মনন,
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি