স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন

আপডেট: আগস্ট ৫, ২০২২
0

দারুণ ব্যাটিং করছিলেন। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ব্যক্তিগত ৮১ রানে এসে হঠাৎ পায়ে টান পড়লো লিটন দাসের। এমনই অবস্থা যে উঠে দাঁড়াতেও পারলেন না। ফলে স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয়েছে ডানহাতি এই ওপেনারকে।

লিটন উঠে যাওয়ায় নতুন ব্যাটার হিসেবে এসেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৮৯ রান। এনামুল ৩২ রানে ব্যাট করছেন।

টসের সময় জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা জানিয়েছেন, শুরুর দিকে উইকেটের সাহায্য পেতে পারেন বোলাররা। যে কারণে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। তবে শুরুতে বোলারদের সেই সুবিধাটা নিতে দেননি বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।