স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার ১০টি এবং কিশোরগঞ্জ জেলার ১টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: ডিসেম্বর ১৩, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম এবং বরিশাল জেলা নেতৃবৃন্দের যৌথ সভায় বরিশাল জেলার ১০ ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি এসব ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদেন করা হয়।

বরিশাল জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.গৌরনদী উপজেলা : আহবায়ক : মো: কামাল হোসেন বিপ্লব, সদস্য সচিব : জাফর খাঁন। যুগ্ম আহবায়ক-১. শফিকুল ইসলাম রোকন ২. কাজি কামাল ৩. মনিরুজ্জামান বিশ^াস ৪. বায়জিদ হাসান ৫. কাওসার হোসেন ৬. জহিরুল ইসলাম মনির ৭. জুয়েল সরদার ৮. জাহাঙ্গীর শিকদার ৯. মোস্তাফিজুর রহমান সুমন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.গৌরনদী পৌর : আহবায়ক : সারোয়ার হোসেন পান্নু, সদস্য সচিব : মো: আনিছুর রহমান আনিছ। যুগ্ম আহবায়ক-১. মো: জাকির হোসেন ২. দেলোয়ার হোসেন ৩. স্বপন বয়াতি ৪. মিজানুর রহমান হাওলাদার ৫. শহিদ শিকদার ৬. শুভ সরদার সুমন ৭. মনির হোসেন সরদার ৮. বজলুর রহমান ৯. এস এম শিবলুর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.বানরীপাড়া উপজেলা : আহবায়ক : মো: সাইদুল ইসলাম, সদস্য সচিব : মো: তোফায়েল আহম্মেদ তপন। যুগ্ম আহবায়ক-১. ফারুক হোসেন মল্লিক ২. মাহবুবুর রহমান মাসুম মৃধা ৩. মো: রাজু লস্কর ৪. মো: সাইদুল ৫. মো: মাসুদ ৬. মো: জালিছ মাহমুদ ৭. মসিউর রহমান মহসিন ৮. মো: শাহিন ৯. জাহিদুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.বানরীপাড়া পৌর : আহবায়ক : রিয়াজ আহম্মেদ, সদস্য সচিব : ডা: তৌহিদুল ইসলাম। যুগ্ম আহবায়ক-১. গোলাম কিবরিয়া শামীম ২. আব্দুল্লাহ আল নোমান রাজু ৩. রফিকুল ইসলাম রফিক ৪. মোস্তফা কামাল ৫. নাসির উদ্দিন ৬. মাহমুদ হোসেন ৭. মো: গোলাম রাব্বি ৮. মো: সোহেল ৯. মো: মেহেদী হাসান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.বাকেরগঞ্জ পৌর : আহবায়ক : মো: শেখ মাহমুদুর রহমান রিমন, সদস্য সচিব : শিপন হাওলাদার। যুগ্ম আহবায়ক-১. মো: শহিদুল ইসলাম আকন ২. নিজাম উদ্দিন মোল্লা ৩. মনির হাওলাদার ৪. সুজন মাঝি ৫. রফিকুল ইসলাম ৬. হুমায়ুন খাঁন ৭. কাজী শহিদুল ইসলাম ৮. সোহেল হাওলাদার ৯. মিরাজ হাওলাদার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬.উজিরপুর উপজেলা : আহবায়ক : মাহবুব আলম গোমস্তা, সদস্য সচিব : মো: কাইয়ুম খাঁন। যুগ্ম আহবায়ক-১. সৈয়দ মো: ইউসুফ ২. মিজানুর রহমান ৩. মো: বাবু হাওলাদার ৪. মো: মাইনুল ইসলাম ৫. এইচ এম জসিম উদ্দিন ৬. মো: ওয়াদুদ ইসলাম ৭. হাবিবুর রহমান হাবিব ৮. মো: লোকমান হোসেন মঞ্জু ৯. মো: জাহাঙ্গীর খাঁন মিলন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৭.হিজলা উপজেলা : আহবায়ক : মো: আসাদুজ্জামান খাঁন সজল, সদস্য সচিব : মো: দুলাল সরদার। যুগ্ম আহবায়ক-১. মো: আবদুল হামিদ ২. মো: আল আমিন মৃধা ৩. মো: শামিম আলম স্বপন ৪. মো: নোমানুর রহমান ৫. মো: কাজী আয়াতুল করিম ৬. মো: মনির নকতি ৭. হাবিবুল্লাহ বেপারী ৮. মো: হাসান ৯. আবুল খায়ের হাওলাদার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৮.আগৈলঝাড়া উপজেলা : আহবায়ক : কামরুল হাসান জুয়েল, সদস্য সচিব : মো: আব্দুর রাজ্জাক ফকির। যুগ্ম আহবায়ক-১. কামরুল ইসলাম হাওলাদার ২. শাকিব হোসেন সরদার ৩. সার্জেন্ট কাজী সেলিমুর রহমান ৪. মো: আবু সাঈদ ৫. শাহাদাৎ বিশ^াস ৬. মো: সোহাগ শাহ ৭. সোহেল পাইক ৮. ওবায়েদ মৃধা ৯. ইমদাদুল হক খান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৯.মেহেন্দিগঞ্জ উপজেলা : আহবায়ক : মো: ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব : মাসুদুর রহমান (মাসুদ রানা)। যুগ্ম আহবায়ক-১. শাহিন হাওলাদার ২. সৈয়দ ইশতিয়াক হোসেন রুপক মিয়া ৩. সাইফুল ইসলাম ৪. মিজানুর রহমান রশিদ চৌধুরী রায়হান ৫. আকবর হোসেন ৬. আল আমিন খান ৭. কাজী জাকির হোসাইন ৮. আবুল বাসার সরদার ৯. মামুনুর রশিদ খান মামুন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

১০.মেহেন্দিগঞ্জ পৌর : আহবায়ক : আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব : রিয়াজুল ইসলাম খোকা। যুগ্ম আহবায়ক-১. আমিনুল ইসলাম রবিন ২. ইউনুসুর রহমান জুবায়ের ৩. বি এম নাঈম মাহমুদ ৪. রফিকুল ইসলাম মিন্টু ৫. আজমির খন্দকার ৬. ফয়সাল হাওলাদার ৭. ইঞ্জি. হাবিবুর রহমান ৮. কামাল হোসেন মোল্লা ৯. রতন শাহ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

কিশোরগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি:
১.পাকুন্দিয়া উপজেলা : আহবায়ক : একেএম আমিনুল আলম পলাশ, সদস্য সচিব : মঞ্জুরুল হক। যুগ্ম আহবায়ক-১. মো রায়হান হোসেন ভূইয়া ২. ফরহাদ আহমেদ আপন ৩. আজম ইকবাল শিপন ৪. মো: আনিসুর রহমান (রানা) ৫. আনোয়ার হোসেন আঙ্গুর ৬. মো: রাসেল মিয়া ৭. মো: সজিব মিয়া ৮. মো: শরীফ ভূইয়া ৯.মো: রাসেল আহমেদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।