হাঁটতে পারছেন বেগম জিয়া, রাতে আবারও সিটি স্ক্যান

আপডেট: মে ২২, ২০২১
0

অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র শারীরিক অবস্থা উন্নতির দিকে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বেগম জিয়া অন্যের সহায়তায় হাঁটতে পারছেন।

বেগম জিয়ার মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার (২২ মে) মেডিকেল বোর্ড তাঁর রিপোর্ট রিভিউ করেছে। আগের থেকে তিনি ভালো আছেন। প্রতিদিনই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে এই উন্নতি খুবই ধীর গতিতে হচ্ছে। আজ রাতে আবারও তাঁর সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।
রবিবার (২৩ মে) সিটি স্ক্যানের রিপোর্ট রিভিউ করবেন চিকিৎসকরা।

সূত্রটি জানায়, ফুসফুসের পানি বের করতে চারদিন আগে বাম পাশের পাইপটি খোলা হয়েছে।
যদি পানি কমে আসে তাহলে ডান পাশের পাইপটি সরিয়ে ফেলা হবে।

মেডিকেল বোর্ডের ওই সূত্রটি আরও জানায়, বেগম জিয়া’র অবস্থার উন্নতি হওয়ায় বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক ওষুধ বন্ধ করা হয়েছে। উন্নতি হলেও তাঁর ঝুঁকি কমেনি। এখনো ফুসফুসে পানি আসে। হার্ট এবং কিডনিতে সমস্যা রয়েছে। যখন সিসিইউ থেকে কেবিনে নেওয়া হবে, তখনই বলা যাবে বেগম জিয়া ঝুঁকিমুক্ত।

গত ২৭ এপ্রিল বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে ফুসফুসে সমস্যার কারণে সিসিইউতে ভর্তি করা হয়।