হাজার হাজার মানুষের ভালোবাসায় চির নিদ্রায় শায়িত অ্যাড. ইকবাল চৌধুরী

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২২
0

আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) থেকে: চার দফা জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এড. ইকবাল আহমদ চৌধুরী।

আপনজন হারানোর কান্না। অভিভাবক হারানোর শূন্যতা। শ্রমজীবী, দিনমজুর থেকে কেন্দ্রীয় রাজনৈতিক নেতা, প্রশাসনিক, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ সা‌হিত্যিক, রাজনী‌তিবীদ, সামা‌জিক গনমাধ্যম সবার চোখে অশ্রু। হাজা‌রো মানুষের এমন কান্না আর ভালবাসায় চিরবিদায় জানানো হলো গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে। গত শনিবার রাত ১২টা ২০মিনিটের সময় সিলেট একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুববরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীউন) ।

জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এড. ইকবাল আহমদ চৌধুরী মৃত্যু‌তে একজন অভিভাবক হারানোর শোকে আচ্ছন্ন পুরো উপ‌জেলা। এ উপ‌জেলার নিজ গ্রাম রফিপুরে গ্রা‌মে জনসাধারণের কান্না আর আহাজারি থামছে না। তাঁর জানাজা এবং দাফনে হাজা‌রো মানুষের অশ্রু আর আহাজারিতে ভারী হয়ে উঠে সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠ। শোকের ছায়া নেমে এসেছে উপজেলার রাজনৈতিক অঙ্গঁন থেকে সর্বমহলে ।

বর্ণাঢ্য জীবনে বর্ষীয়ান রাজনীতিবিদ, এদেশের প্রগতিশীল রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব, শিক্ষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে যিনি দেশ কল্যাণে মুক্তিকামী গনমানুষের পক্ষে জীবন অতিবাহিত করেছেন। আমৃত্যু গোলাপগঞ্জ উপজেলার মাটি ও মানুষের পাশে থাকা ব্যক্তিকে হারিয়ে কাঁদছে পুরো উপ‌জেলা। দলমত নির্বিশেষে সবার কাছে তিনি ছিলেন গ্রহণযোগ্য জন প্রতিনিধি বা অভিভাবক। শোকার্ত হাজার হাজার মানুষ ছুটতে থাকেন তার সিলেট সুবহানিঘাট বাসায়। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছুটে যান সিলেট সুবহানিঘাট বাসায়। সকাল থে‌কে সিলেট সুবহানিঘাট বাসায় ছিল হাজারো মানুষের ভিড়।

মরহুমের প্রথম জানাজা দুপুর ১২টায় মরহুমের সোবহানিঘাটস্থ মহল্লা মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে দ্বিতীয় দফা জানাজা এবং পরে বিকেল ৫টায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।বাদ আসর জানাজার নামাজের সময় নির্ধারণ করা হলেও দুপুর থেকে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী মাঠে মানুষের স্রোত নে‌মে আ‌সে ।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ আল কবির, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক দুলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ছাতক উপজেলা চেয়ারম্যান মো. ফজলুর রহমান, সিলেট জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. মামুনুর রশীদ, গোলাপগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ টেপন, জেলা জাতীয় পাটির সভাপতি কুনু মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, শহিদুর রহমান চৌধুরী জাবেদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক দেওয়ান মকছুদ আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুবিন আহমদ জায়গীরদার, রোকন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আকবর আলী ফখর, দেলোয়ার হোসেন চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক মালেক আহমদ, বিশিষ্ট রাজনীতিবীদ মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল জলিল, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, গোলাপগঞ্জ পৌরসভার প্্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম চৌধুরী রিপন, সৈয়দ হাছিন আহমদ মিন্টু,খায়রুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য শাহাব উদ্দিন, নাজিমুল হক লস্কর, আবুল লেইছ, আলিম উদ্দিন বাবলু, রুমেল সিরাজ, সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, লক্ষনাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়সল আহমদ চৌধুরী, এম এ ওয়াদুদ এমরুল, কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন ইরান, আজমল হোসেন মনি, অরুন দে, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুহেদুর রহমান সুহেদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মস্তাক আহমদ, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জিলু, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপ-পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহ্বায়ক ফয়জুল আলম ফয়সল, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার প্রমুখ।

তার জানাজায় হাজা‌রো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তিনি গোলাপগঞ্জবাসীর কত আপন ছিলেন। তার জীবদ্দশায় যদি কোন ভুল করে থাকেন অথবা কারো মনে যদি কোন কষ্ট দিয়ে থাকেন তার জন্য ক্ষমা চান তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম ও ভাতিজা ফাহিম ফারুক চৌধুরীর বক্তব্যের সময় এমসি একাডেমির মাঠ জুড়ে কান্নার রোল উঠে। তার মাগফিরাত কামনায় মোনাজাত চলাকালে অসংখ্য মানুষ কান্নায় ভেঙে পড়েন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষ বিশেষত শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের অংশগ্রহণ ছিল চোখের পড়ার মতো। সেখানেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সোমবার দুপুর ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ও স্কুল মাঠে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় । পরে সেখানে একে একে শ্রদ্ধা নিবেদন করেন, সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মানবকণ্ঠের সম্পাদক দুলাল আহমদ চৌধুরী।

এছাড়াও এসময় শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিয়ুদ্ধ সংসদ , গোলাপগঞ্জ পোরসভা, উপজেলা বিএনপি, উপজেলা কৃষি অফিস, পৌর আওয়ামী লীগ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, গোলাপগঞ্জ খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা কমিটি । এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন স্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে নিজ গ্রাম রফিপুরে চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই সন্তানের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আজীবন অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।