হামাসের গুলিতে ইসরায়েলি সেনা কমান্ডার নিহত

আপডেট: অক্টোবর ৮, ২০২৩
0

শনিবার সকাল থেকে ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালায়। জবাবে ইসরায়েলও সামরিক হামলা চালানো শুরু করে। তবে এ লড়াইয়ে ইসরায়েলের ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ (৪২) নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত কর্নেল জোনাথন স্টেইনবার্গ ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান পদাতিক শাখা নাহাল ব্রিগেডের প্রধান কমান্ডিং অফিসার ছিলেন। স্মরণকালের মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো জ্যেষ্ঠ ইসরায়েলি সেনা কর্মকর্তাদের মধ্যে অন্যতম তিনি।

শনিবার মধ্যরাতে এক এক্সবার্তায় আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকায় জোনাথন স্টেইনবার্গ নিহত হয়েছেন। সেখানে নাহাল ব্রিগেডের সঙ্গে ইসরায়েলে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের গোলাগুলির একপযার্য়ে তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তবে সেখানে স্টেইনবার্গ ছাড়া অন্য কোনো ইসরায়েলি সেনা কিংবা হামাসের যোদ্ধা হতাহত হয়েছে কিনা, তা জানায়নি আইডিএফ।