হিমালয়ের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ ১৫৪

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২১
0

আতিকঃ
উত্তর ভারতের হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যার ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা আরও নয়টি মৃতদেহ উদ্ধার করেছে। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে।

উদ্ধারকারীরা সরকারী মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কর্তৃক নির্মিত একটি জলবিদ্যুৎ প্রকল্পের সাথে সংযুক্ত একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে পড়া বাঁধ নির্মাণ শ্রমিককে মুক্ত করতে ভারী খনন যন্ত্রপাতি ব্যবহার করছে।

কর্মকর্তারা বলেন “আমরা এখনো সব আশা হারাইনি। আমরা আরো বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে আশা করি”।তাদের মতে এখনো ১৫৪ জন নিখোঁজ রয়েছে।

বিজ্ঞানীরা ধাররনা করছেন যে হিমালয়ের হিমবাহের একটি অংশ পানিতে পড়ে বন্যা সৃষ্টি হয়েছে। ভারতীয় হিমালয়ে প্রায় ১০হাজার হিমবাহ আছে।