জাসদের ফাল্গুনি আড্ডা

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২১
0

১লা ফাল্গুন ও বসন্তবরণ উপলক্ষে জাসদের নেতা-কর্মীরা আজ রবিবার বিকাল ৪ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ফাল্গুনি আড্ডায় মিলিত হন।

এ ফাল্গুনি আড্ডায় জাসদ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আড্ডায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি নুরুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ূম, নইমুল আহসান জুয়েল,

ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, সহ-সম্পাদক ধীমন বড়ুয়া, সদস্য মাহবুব হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহাসন হাবীব শামীম, সহ-সভাপতি মাসুদ আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক গোপাল রাজ বংশী, সহ-সম্পাদক হাসানাতুজ্জামান বাবুসহ আড্ডায় উপস্থিত সবাই বাঙালির ঋতুভিত্তিক জীবন ও সংস্কৃতি নিয়ে কথা বলেন। আড্ডায় গান, কবিতা আবৃত্তি হয়। শেষে মিষ্টি, মোয়া, মৃত্তিকা, বাতাসা, ফল-ফলাদির ব্যবস্থা করা হয়।

জাসদের সধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, বাঙালির আত্মশক্তির পুনর্জাগরণ ঘটাতে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে ব্যক্তি-পারিবারিক-সামাজিক-রাষ্ট্রীয় জীবনাচারে পরিণত করতে হবে। বাঙালিয়ানা চর্চার মধ্য দিয়ে কায়মনোবাক্যে সবাইকে বাঙালি হতে হবে। বাঙালিয়ানাই সাম্প্রদায়িকতা ও অশুভ বিদেশী প্রভাবের বিরুদ্ধে বাঙালির আত্মরক্ষায় শক্তিশালী ঢাল হিসাবে কাজ করবে।