হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বাদ : আসছেন নতুন ওলামা কেরাম- ঘোষনা বাবুনগরীর

আপডেট: এপ্রিল ২৬, ২০২১
0

হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির আমির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।রোববার রাত ১১টার দিকে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করবে হেফাজতে ইসলাম।

বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতাদের পরামর্শক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। ইনশাআল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটির মাধমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব ঘটনাকে কেন্দ্রে করে অন্তত ২০ জন শীর্ষনেতাকে গ্রেফতার করা হয়েছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এক নেতা বলেন, অরাজনৈতিক আলেমদেরকে নিয়ে নতুন করে হেফাজতকে ঢেলে সাজানো হবে।