৮ ও ৯ অক্টোবর পেশাজীবীদের সঙ্গে বসছে বিএনপি

আপডেট: অক্টোবর ৫, ২০২১
0

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মপন্থা ঠিক করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিচ্ছে বিএনপি। এ জন্য তাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।

এ মতবিনিময় সভা আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধির সঙ্গে বসবেন।

সোমবার বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধির সংখ্যা বেশি হওয়ায় দুই দিনব্যাপী হবে এই মতবিনিময় সভা।

শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে মতবিনিময়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালে বৈঠকে যোগ দেবেন তারেক রহমান। এ ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেবেন।