গণস্বাস্থ্য স্যাটেলাইট স্বাস্থ্য সেবা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অনুষ্ঠিত হয়

আপডেট: জানুয়ারি ২৫, ২০২২
0

আজ ২৫ জানুয়ারী, মঙ্গলবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগদীশপুর মোহাম্মদগন্জ বাজারে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে” গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিশেষজ্ঞ ক্যাম্প পূর্ববর্তী স্যাটেলাইট স্বাস্থ্য সেবা দেওয়া হয়। ঢাকা হতে আগত মেডিসিন, গাইনী, চক্ষু, শিশু ও সার্জারী অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎকগন প্রায় ৫০০ শত রোগী দেখেন। চিকিৎসা ফি ৫০ টাকা।

এছাড়া অল্প খরছে আল্টা, ইসিজি সহ সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়।
দুপুরে স্থানীয় সংবাদ কর্মীদেরকে স্যাটালাইট স্বাস্থ্য সেবা সম্পর্কে ব্রিফিং করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। উপস্থিত ছিলেন পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের সন্মানিত পরিচালক আবদুল আউয়াল, জগন্নাথপুর উপজেলার সমাজসেবক হাজী সোয়েল আহমেদ খান টুনু, স্থানীয় পাগলা বাজার গণস্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক নজরুল ইসলাম।

ঢাকা থেকে আগত চিকিৎসা টিমের নেতৃত্ব দেন গ্রামীন গণস্বাস্থ্যের পরিচালক ডাঃ একে এম হালিমুর রেজা মিলন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ গৌড় গোপাল সাহা, সহকারী রেজিস্ট্রার মেডিসিন ডাঃ মিলন খান, সহকারী রেজিস্ট্রার গাইনী নিপা বাড়ই , সহকারী রেজিস্ট্রার আল্টা ডাঃ বিভা, মেডিকেল অফিসার সার্জারী ডাঃ শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার শিশু সাইম ভূইয়া, মেডিকেল অফিসার জেনারেল ফিজিশিয়ান দীপংকর চৌধুরী, জুনিয়র মেডিকেল অফিসার ডা: মিম, ডাঃ সজিব, ডাঃ প্রিয়াংকা, ডাঃ মনিরা , ডাঃ ‌অরিন ল্যাব টেকনোলজিস্ট লিটন চন্দ্র সরকার এবং স্বাস্থ্যকর্মী মাজেদা, মবিনা, ফারহানা, তারিনসহ ২১ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা টিম।

বেকিং এ গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, স্বাস্থ্য সেবা এটিম আজ ২৫ জানুয়ারী হতে ৩১ জানুয়ারী পর্যন্ত সুনামগঞ্জ জেলায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকগন বিভিন্ন স্থানে পরামর্শ ও অপারেশন করবেন।

আগামীকাল উক্ত টিম নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, নোয়াখালী বাজার , শান্তিগন্জ সুনামগঞ্জ, সুনামগঞ্জ সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত স্যাটালাইট স্বাস্থ্য সেবা দিবেন।

প্রয়োজনে – মোঃ নজরুল ইসলাম, ব্যবস্থাপক, পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল, শান্তিগন্জ সুনামগঞ্জ।
মোবাইল- 01724505611
01315927474