মৌলভীবাজার এলাকার ডাকাতি মামলার প্রধান পলাতক আসামি রাজধানীতে গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৩
0

মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকার দুর্ধর্ষ ডাকাতি মামলার প্রধান পলাতক আসামি মোঃ জসিম প্রকাশ (৩৮) কে রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করছে র‌্যাব-৩।

র‌্যাব-৩’র সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন ।
মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন এলাকার কুখ্যাত ডাকাত দলের প্রধান নেতা মোঃ জসিম প্রকাশ (৩৮), পিতা-শ্রাবন প্রকাশ ছাবই মিয়া, সাং-শ্রীপুর, থানা-কমলগঞ্জ, মৌলভীবাজার’কে রাজধানী শাহজাহানপুর থানাধীন এলাকা থেকে ২২/০৯/২০২৩ তারিখ রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবৎ লুটপাট, অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ডাকাত সর্দার মোঃ জসিম প্রকাশ তার দলের অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ঘুরে বেড়াত এবং ডাকাতির জন্য রেকী পূর্বক বিভিন্ন বাড়ি টার্গেট করত। পরবর্তীতে তাদের রেকীর টার্গেট অনুযায়ী ধৃত জসিম উক্ত দলের অন্যান্য সহযোগীদের একত্র করে টার্গেটকৃত বাড়িগুলোতে ডাকাতির জন্য গোপনে প্রস্তুতি গ্রহণ করত।

এরপর পরিকল্পনা অনুযায়ী সময় সুযোগবুঝে টার্গেটকৃত বাড়িতে বিদেশি পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে ডাকাতি করত। ধৃত আসামি ডাকাত গ্রæপের সর্দার এবং তার নামে মৌলভীবাজার জেলার মোগলা থানায় একাধিক ডাকাতি এবং ডাকাতি প্রস্তুতি মামলা রয়েছে। উক্ত মামলার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে পুনরায় অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।