` অকারনে-ই তাদের আজন্ম শত্রু শিবিরের লোক হয়ে গেলাম’

আপডেট: আগস্ট ২৮, ২০২৩
0


ডা.জাকারিয়া চৌধুরী :

মানুষের তো দিনে দিনে মানুষ হয়ে উঠার কথা ছিল,
এমন প্রতিশ্রুতি মানুষের কাছে চায়নি কেউ,
কোনোদিন।

তবু মানুষই মানুষকে আশ্বস্ত করেছে,

মানুষই মানুষকে ভ্রান্তির জালে আটকে দিয়েছে,
মানুষই প্রতিশ্রুতির জন্মগুণকে খেলো করেছে।

মানুষ নামের মানুষকে করেছে অবহেলিত,

আর অবহেলিতরা হয়েছে সহজাত সহনীয়া।

সয়ে চলেছে বুকে জমে থাকা উত্তপ্ত আগুনকে।

মানুষের তো দিনে দিনে সভ্য হয়ে উঠবার কথা ছিল।

স্বেচ্ছা প্রদত্ত্ব এমন প্রতিশ্রুতির গর্জন শুনেছি কত কত,

আমার ভাই বেরাদর যেমন ছিল ছিল শত শত।

কারো কাছেই কোন প্রতিশ্রুতি চায়নি কেউ,

কোনোদিন।

তবুও দিনে দিনে তারাই সব অসভ্যতর হয়ে উঠেছিল,

যাদেরকে কচুকাটা করেছি- এমনটা ভাবছিলাম।

যারা সভ্য ভব্যতার নিখাদ প্রতারনা করছিল।

আমি অকারনে-ই তাদের আজন্ম শত্রু শিবিরের লোক হয়ে গেলাম।

লেখক : নির্বাহী সম্পাদক দেশ জনতা ডটকম