অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন রপ্তানী বন্ধ করেছে ভারত

আপডেট: মার্চ ২৫, ২০২১
0

অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন রপ্তানী বন্ধ করেছে ভারত। বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে বিবিসিকে যে, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ভ্যাকসিনের অভ্যন্তরীন চাহিদা মেটাতে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী এপ্রিলের শেষের দিকে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছে মন্ত্রণালয়।

সরবরাহ বন্ধ হওয়ার ফলে কোভাক্স স্কিমের আওতায় প্রায় ১৯০ টি দেশের ভ্যাকসিন প্রয়োগে প্রভাব পরবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে পরিচালিত এই স্কিমটির লক্ষ্য সমস্ত দেশগুলির মধ্যে ভ্যাকসিনগুলি সুষ্ঠুভাবে সরবরাহ নিশ্চিত করা।

ভারতের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে অ্রাস্টোজেনকা জাবের চালানে বিলম্ব করেছে।