অসহায় বানবাসী মানুষের পাশে নেই সরকার- আমানউল্লাহ আমান

আপডেট: জুন ২৫, ২০২২
0

আজ ২৫ জুন শনিবার নেত্রকোনা জেলা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।

দেশের সর্বস্তরের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসহায় বানবাসী মানুষের পাশে না থেকে পদ্মা সেতু উদ্বোধন নিয়ে সরকার যখন মহাব্যস্ত এবং আনন্দ উৎসব করছে তখন বিএনপি জনগণের দল হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে স্ব স্ব জেলার নেতাদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

এরই অংশ হিসেবে আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে নেত্রকোণা জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
নেত্রকোণায় জেলার মদন উপজেলার পদমশ্রী এ ইউ খান হাইস্কুল মাঠ, গবিন্দশ্রী ইউনিয়ন; খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী কলেজ/হাইস্কুল মাঠ; মোহনগঞ্জ উপজেলার পাইকুড়া বাজার, তেতুলিয়া ইউনিয়ন; বারহাট্টা উপজেলা বালীজুরী প্রাইমারী স্কুল, সাওতা ইউনিয়ন এবং নেত্রকোণা সদর উপজেলার মানিকপুর ঈদগাহ মাঠ, আমতলা ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি ।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক-এর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেত্রকোনা জেলা ত্রাণ বিতরণে বিএনপি কেন্দ্রীয় কমিটি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি এক নম্বর সদস্য তাবিথ আউয়াল, নেত্রকোণা জেলা বিএনপি আহবায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হেলালী, নেত্রকোনা জেলা সাবেক সাধারণ সম্পাদক, আবু তাহের তালুকদার, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন, আতাউর রহমান চেয়ারম্যান, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোঃ আক্তার হোসেন, মোঃ মোস্তফা জামান, সদস্য-তবিরুল ইসলাম তুহিন, আলাউদ্দিন সরকার টিপু, রেজাউর রহমান ফাহিম, জাহাঙ্গীর মোল্লা, এ বি এম এ রাজ্জাক প্রমূখ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক, এম জি মাসুম রাসেল, ডক্টর মফিদুল ইসলাম, নেত্রকোনা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক, শফিকুল কাদের সুজা, মজিবুর রহমান, মনিরুজামান দুদু, নেত্রকোনা জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হোসেন রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না প্রমূখ-

সকালে আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ত্রাণ নিয়ে ঢাকা থেকে রওনা দিয়ে নেত্রকোনায় পৌঁছলে সেখানকার নেতৃবৃন্দরা স্বাগতম জানান।এর পরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে কর্মসূচি শুরু করেন ।
এদিকে ত্রাণ সামগ্রী পেয়ে নেত্রকোণার বিভিন্ন উপজেলার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ বিএনপির প্রতি তাদের ভালোবাসার কথা ব্যক্ত করেন ।সেই সময় তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার প্রতি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারমেন তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ।