যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার বাতিল, নারীদের ব্যাপক বিক্ষোভ

আপডেট: জুন ২৫, ২০২২
0

যুক্তরাষ্ট্রে অর্ধশতাব্দী পুরনো রায় খারিজ হয়ে গেল ঐতিহাসিক শুনানিতে। গর্ভপাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রে একপ্রকার সাংবিধানিক অধিকার ছিল গত পঞ্চাশ বছর ধরে।

১৯৭৩ সালে রো বনাম ওয়েড মামলার ঐতিহাসিক রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট তাদের দেশের সাংবিধানিক ধারা ব্যাখ্যা করেছিল গর্ভপাতের অধিকার নিয়ে। বলা হয়েছিল, গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া একজন নারীর সাংবিধানিক অধিকার।

সেই অধিকার যুক্তরাষ্ট্রজুড়ে আইনসিদ্ধ থাকবে। দি ওয়াল/ডেইলি মেইল