আইসিউতেই আছেন, লাগছে অক্সিজেন : পঞ্চমবারের টেষ্টেও করোনা পজেটিভ রিজভীর

আপডেট: এপ্রিল ৯, ২০২১
0
অিসিুস্থ রিজবীর মাথায় হাত দিয়ে সান্তনা জানাচ্ছেন বিএনপি মহসচিব

এখনো আইসিউতেই আছেন। তবে অক্সিজেন লাগছে। এমনকি পঞ্চমবারের মতো টেস্টেও করোনা পজেটিলই রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। রুহুল কবির রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

ডা. রফিকুল ইসলাম বলেন, গত বুধবার তার করোনা টেস্ট করা হলে আবারো পজিটিভ রিপোর্ট এসেছে। রুহুল কবির রিজভীর জ্বর নেই, কাশিও কমেছে।তবে অক্সিজেন দিতে হয় মাঝে মাঝে। তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে।তিনি বলেন, রিজভী স্বাভাবিক খাবার খাচ্ছেন। অক্সিজেন সাপোর্ট দিয়ে স্যাচুরেশন লেভেল ঠিক রাখা হচ্ছে। তবে শ্বাসকষ্ট নেই।

এদিকে রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী আরিফুর রহমান তুষার।
উল্লেখ্য, গত ১৬ই মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভীসহ অন্যান্য অসুস্থ নেতাদের সার্বিক খোঁজ-খবর রাখছেন।