খারকিভের পারমাণবিক চুল্লির কাছে টানা গোলা বর্ষণ চলছে–দাবি ইউক্রেনের

আপডেট: মার্চ ৭, ২০২২
0

খারকিভের পারমাণবিক চুল্লির কাছে টানা গোলা বর্ষণ চলছে বলে দাবি করেছে ইউক্রেন। খারকিভের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি’ নামক প্রতিষ্ঠানে রয়েছে ওই পারমাণবিক চুল্লি। সঙ্গে রয়েছে প্রচুর পারমাণবিক পদার্থ।

যুদ্ধের ১১ দিনের মাথায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে খারকিভ। এ বার ইউক্রেনের ওই দ্বিতীয় বৃহত্তম শহরের পারমাণবিক চুল্লির কাছে লাগাতার গোলা বর্ষণ করছে রাশিয়ার সেনা বাহিনী। রবিবার এমনই দাবি করল ইউক্রেনের জাতীয় নিরাপত্তা দফতর।

খারকিভের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি’ নামক প্রতিষ্ঠানে রয়েছে ওই পারমাণবিক চুল্লি। সঙ্গে রয়েছে প্রচুর পারমাণবিক পদার্থ। সেখানে বিস্ফোরণ ঘটলে গোটা ইউরোপেই তার প্রভাব প়ড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন সরকার।

জাতীয় নিরাপত্তা দফতরের দাবি, ক্ষেপণাস্ত্র হামলা চালাতে রুশ সেনা যে গ্র্যাড লঞ্চার ব্যবহার করছে, তার নিশানা ততটাও পোক্ত নয়। যার ফলে যে কোনও মুহূর্তে ওই পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।