খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় ব্যবস্থা হবে: বিএনপির স্থায়ী কমিটির প্রত্যাশা

আপডেট: জুলাই ৫, ২০২১
0

সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে নাগরিক অধিকার থেকে সরকার বঞ্চিত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মনে করে, খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা সরকার গ্রহণ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আগের দিন অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত গতকাল জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সভা মনে করে, সম্প্রতি জাতীয় সংসদে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ শালীনতা বিবর্জিত। তার বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সভা। সভা মনে করে, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা ভিত্তিহীন মামলায় বিএনপি চেয়ারপারসনকে সাজা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে সাংবিধানিক এবং প্রচলিত আইনের ব্যতিক্রম ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনপ্রিয় এই নেত্রীকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাকে তার প্রাপ্য জামিনও দেওয়া হয়নি। অথচ একই ধরনের মামলায় প্রায় অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে। খুনের মামলা, সাজাপ্রাপ্ত ফাঁসি অথবা আজীবন মৃত্যুদণ্ড-প্রাপ্ত আসামি মুক্তি নিয়ে বিদেশে গেছে। আর খালেদা জিয়া তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বাসভবনে সাময়িকভাবে স্থানান্তরের যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রশাসনিক নির্দেশ। আইনের কোথাও বলা নেই সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে পারবে না। এটি কোনোমতেই গ্রহণযোগ্য হতে পারে না।

গত শনিবার জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার দেওয়া বক্তব্য অনভিপ্রেত এবং রাজনৈতিক শালীনতা বিবর্জিত বলে মনে করে বিএনপির এই সভা। সভা মনে করে, সংসদ নেতা তার মন গড়া কল্প কাহিুন র মধ্যে দিয়ে একজন মহান মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং জনগণের আস্থাভাজন প্রিয় নেতাকে হেয়প্রতিপন্ন করতে চেয়েছেন বলে করে বিএনপি। এই বক্তব্যেরও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে সংসদ নেতা ও আইনমন্ত্রীর এ ধরনের মন্তব্য খারাপ নজির স্থাপন করছে। এই নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে চিকিৎসার সব ব্যবস্থা গ্রহণের উদ্যোগ সরকার গ্রহণ করবে বলে আশা করে বিএনপি।

সরকারের পদত্যাগ করা উচিত
সভায় করোনার ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট সংক্রমণ ও মৃত্যুহার ভয়াবহ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এই জন্য সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও দুর্নীতিকে দায়ী করে। একদিকে চিকিৎসাব্যবস্থায় ব্যাপক নৈরাজ্য ও দুর্নীতি, অন্যদিকে করোনা টিকার দুষ্প্রাপ্যতা কোটি কোটি মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এই ব্যর্থতায় সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।