খেলার মাঠ থেকেই অবসর নেয়ার ঘোষনা দিলেন তামিম

আপডেট: জুলাই ৬, ২০২৩
0

পঞ্চরত্নের আরো একজন ক্রিকেট থেকে বিদায় নিলেন। মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদের পর বিদায় জানালেন তামিম ইকবাল। তিনি চাইলে মাঠ থেকে বিদায় নিতে পারতেন, যেমনটা মাহমুদুল্লাহ রিয়াদ নিয়েছিলেন। সেই সুযোগ ছিল। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করেই আনুষ্ঠানিকতা সারলেন তামিম।

কে জানত আফগানিস্তানের বিপক্ষে ২১ বলে ১৩ রানের ইনিংসটাই হয়ে যাবে তার শেষ ইনিংস! তা না হলে দেশের মাটিতে খেলা, তার ওপর আবার চট্টগ্রামে তামিমের নিজের ঘরের মাঠে। স্টেডিয়াম ভর্তি সমর্থকদের কৃতজ্ঞতা নিয়েই শেষ করতে পারতেন বাংলাদেশ ক্রিকেটে নিজের অধ্যায়। সিক্ত হতে পারতেন হাজার হাজার সমর্থকের ভালোবাসায়।

তামিম ইকবাল হয়ত সাহস হারিয়ে ফেলেছিলেন। নিজেকে নিয়ে নতুন করে স্বপ্ন বাঁধতেও ভয় পাচ্ছিলেন। নিজেকে ভেঙে নতুন করে গড়ার মানসিক শক্তি পাচ্ছিলেন না, তার ওপর আবার নেতৃত্বের চাপ। সব মিলিয়ে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিল তামিমের। মাঠে তার শারীরিক ভাষাই যেন মনের কথা বলছিল।

বিদায়ী সংবাদ সম্মেলনেও দেখা মিলল ভেঙে পরা তামিমের। এসেই বললেন, ‘আল্লাহর ওয়াস্তে আমাকে দুইটা মিনিট কথা বলতে দেন।’ অতঃপর কান্নাভেজা কণ্ঠে কিছুটা ডুকরে উঠে তামিম বলেন, ‘আমি সব সময়ই একটা কথা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।’

বেদনাবিধুর সেই সুরেই বললেন, ‘আমি অনেক কিছু বলতে চাই আসলে, কিন্তু আপনারা দেখছেন, আমি কথাই বলতে পারছি না। আমি আশা করি আপনারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন। কথা বলার জন্য এটা খুব আদর্শ পরিস্থিতি নয়। বিশেষ করে এত বছর খেলার পর এই খেলাটাকে বিদায় বলাটা খুব সহজ কিছু নয়।’

এরপর কিছুক্ষণ ফুঁপিয়ে কেঁদে ধরা গলাতেই তিনি বলেন, ‘আমি একটা জিনিসই বলতে চাই, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো খেলার। আমি আসলেই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমি কতটা ভালো খেলোয়াড় ছিলাম, আদৌ ভালো ছিলাম কি না, আমি জানি না। তবে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমি যখনই মাঠে নেমেছি, আমি আমার শতভাগ দিয়েছি।’

এর আগেই অবশ্য বিদায়ের ঘোষণা দিয়ে ফেলেছিলেন তামিম। এসেই বলেছিলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমার মনে হয় এটাই সঠিক সময়।’

তামিমের এমন বক্তব্য যেন স্তব্ধ করে দেয় দেশের ক্রীড়াঙ্গনকে। শোকের ছায়া নেমে আসে ক্রিকেট মহলে। কারণ তামিমকে ছাড়া বাংলাদেশ দল ভাবাই তো যায় না!