গাজীপুরে মাংস কাটার সময় ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

আপডেট: মে ১৬, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে ঈদ উপলক্ষ্যে গরুর মাংস কাটার সময় নিজের ছুরির আঘাতে এক অটো রিকশা চালক বৃহষ্পতিবার নিহত হয়েছেন। নিহতের নাম- আছিম উদ্দিন (৪৫)। তিনি পঞ্চগড়ের নবীগঞ্জ উপজেলার সলিমনগর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে।

কাশিমপুর থানার ওসি মাহবুব-এ-খোদা জানান, গাজীপুর সিটি কপোর্রেশনের কাশিমপুরে এনায়েতপুর স্কুলের পাশে মোস্তফা কামালের বাড়িতে ভাড়া থেকে এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশা চালাতেন এবং মৌসুমী কসাইয়ের কাজ করতেন আছিম উদ্দিন। বিশেষ দিনে গরু কিনে মাংস বিক্রি করতেন।

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গরু জবাই করে প্লাস্টিকের টুলের উপর বসে মাংস কাটছিলেন আছিম উদ্দিন। হঠাৎ টুলটি ফসকে নিচ থেকে সরে গেলে তিনি পড়ে যান। এসময় তার ডান হাতে থাকা ছুরিটি বুকের ডান পাশে বিদ্ধ হয়ে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে স্থানীয় পপুলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
###
মোঃ রেজাউল বারী বাবুল