গার্মেন্টসকর্মী অপহরণকারী চক্রের ৬জনকে আটক করেছে র‌্যাব-১: ভিকটিম উদ্ধার

আপডেট: এপ্রিল ৭, ২০২২
0
logo

রাজধানীর খিলক্ষেত হতে র‌্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের ন্যায় বেশভূষা ধারণ করে ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অপহরণ, ছিনতাই, ডাকাতি, হত্যা/খুনসহ নানাবিধ অপরাধ সংগঠিত করছে। এই অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে উপস্থাপন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিফর্ম ও ওয়াকিটকি ব্যবহার এবং অস্ত্র বহন করে থাকে। নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আরো বিশ্বাসযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীর স্টিকার তৈরী করে মাইক্রোবাস/বিভিন্ন মানানসই গাড়ীতে ব্যবহার করছে। এ ধরনের অপরাধী দলের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে এমন বেশ কয়েকজন ভিকটিমের নিকট হতে অভিযোগ পাওয়া যায়।

ভিকটিম গার্মেন্টসকর্মী আব্দুছ ছালামকে ৫/৬ জন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ভিকটিমের মিরপুরের বাসা থেকে মারধর করতঃ দ্রুত একটি প্রাইভেটকারে তুলে বাড্ডা এলাকার দিকে নিয়ে আসে। আসামীরা ভিকটিমকে গাড়িতে তোলার পরপরই ভিকটিমের নিকট ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে ০১ নং আসামী হারুনের বাসায় আটকিয়ে রেখে আসামী হারুনসহ অন্যান্যরা এলোপাতাড়িভাবে মারধর শুরু করে। ভিকটিম পরে কোন উপায় না দেখে টাকা দিতে রাজি হয়।

পরবর্তীতে আসামীরা ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিকটিমের মেয়েকে মুক্তিপণের টাকা নিয়ে নিকুঞ্জ এলাকায় আসতে বলে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা নিলে ভিকটিমকে জানে মেরে ফেলবে মর্মে হুমকি প্রদান করে।

ভিকটিমের মেয়ে এতো টাকা নাই বা দিতে পারবে না বললে ০৫ লক্ষ টাকা দিলে ভিকটিমকে ছেড়ে দিবে মর্মে আসামীরা আশ্বস্ত করে। এসংক্রান্তে ভিকটিমের মেয়ে র‌্যাব-১ এর নিকট অভিযোগ করলে র‌্যাব-১ অপহরণকারী চক্রের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় আজ ৭ এপ্রিল দুপুরে র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকাস্থ রোড নং-১/এ, বাড়ি নং-২১, বিনু জেনারেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে র‌্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ হারুন-অর-রশিদ (৪০), পিতা- আব্দুল লতিফ মল্লিক, জেলা- পাবনা, ২) মোঃ সোহেল হাওলাদার (২৮), পিতা-মোঃ হাসান হাওলাদার, জেলা- বাগেরহাট, ৩) মোঃ রবিউল সরদার (৩২), পিতা- মোঃ নাসির উদ্দিন সরদার, জেলা- খুলনা, ৪) মোঃ জামাল শেখ (১৯), পিতা- মোঃ আপেল উদ্দিন শেখ, জেলা- মাদারীপুর, ৫) আব্দুল সাত্তার (১৯), পিতা- আব্দুল কাশেম, জেলা- চাঁদপুর এবং ৬) মোঃ আশিক (২০), পিতা- মোঃ খোরশেদ আলম, জেলা- জামালপুর’দেরকে গ্রেফতার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। এ সময় ধৃত আসামীদের নিকট হতে ০৪ টি মোবাইল ফোন ও ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা পরস্পর যোগসাজশে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী ডিবি/র‌্যাব পরিচয়ে দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ আশে পাশের এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন স্থানে ওঁৎ পেতে থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষের উপর হামলা করে ও অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয়, শারীরিক নির্যাতন করে, বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে অপহরণ করে বিপুল পরিমাণ মুক্তিপণ আদায় করে আসছে মর্মে জানায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।