ঝালকাঠি উপজেলার সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২১
0

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, অদ্য ভোর আনুমানিক ০৩০০ ঘটিকায় ঢাকা হতে বরগুনাগামী অভিযান-১০ নামক যাত্রীবাহী লঞ্চে পটুয়াখালী জেলার ঝালকাঠি থানাধীন সুগন্ধা নদীতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক ভাবে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বরিশাল স্টেশন হতে উদ্ধারকারী দল ও ডুবুরী দল দুর্ঘটনাস্থলে গমন করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে । উদ্ধার অভিযানে কোস্ট গার্ড কর্তৃক দুর্ঘটনাস্থল হতে অদ্যাবধি ০৯ টি লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।